৩০ মার্চ, ২০২০ খ্রিঃ তারিখ রাত ১২.০৫ (অর্থাৎ ৩১ মার্চ, রাত ০০.০৫ ঘটিকার) সময় মোবা্ইল নম্বর-০১৯২৫-৪০৬৫০৫ নম্বর হতে বড় পয়লা, তেরশ্রী, ঘিওর, মানিকগঞ্জস্থ আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘিওর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ১ম কল (পানিবাহী) এবং ২য় কল (টানা) গাড়ী ও জনবলসহ অগ্নিকান্ডস্থলে পৌছে দেখতে পায় খড়ের গাঁদাতে আগুন দাউ দাউ করে জ্বলছে। অগ্নি নির্বাপনী দল সাথে সাথে অগ্নি নির্ব াপনের কাজ আরম্ভ করে। উক্ত অগ্নিকান্ড রাত ০১.১০ ঘটিকার সময় সম্পূর্ণ নির্বাপিত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয় অগ্নিকান্ডের কারণ “বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ।” অগ্নিকান্ডে কোন আহত-নিহত নেই এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কোন কর্মকর্তা-কর্মচারী আহত-নিহত হয় নাই। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক=৫,০০০ (পাঁচ হাজার) টাকা িএবং উদ্ধারের পরিমাণ আনুমানিক=১০,০০০/- (দশ হাজার) টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস