০৬/০৪/২০২০ খ্রিঃ তারিখ রাত্রি ১৯.৫০ ঘটিকার সময় মোবাইল নম্বর ০১৭১২-৬০৫২৬৩ হতে মানিকগঞ্জ জেলাধীন মানিকগঞ্জ সদর উপজেলাস্থ পূর্ব দাশড়া গ্রামের বাসিন্দা জনাব মোঃ মৃদুল কান্তি মন্ডল এর বসত বাড়ীতে অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে সংবাদ প্রাপ্তির সাথে সাথে ১৯.৫১ ঘটিকার সময় মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গাড়ী-পাম্প ও জনবলসহ (মোট ০২ টি ইউনিট) উক্ত স্থানে আগুনে গমন করেন। উক্ত আগুনে একটি সেমিপাকা ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আনুমানিক ক্ষতির মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং উদ্ধারের পরিমান আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি বসত বাড়ী আগুন হতে রক্ষা করা হয়েছে। উক্ত অগ্নিকান্ডে কোন আহত-নিহত হয় নাই। অগ্নিকান্ডের কারণ “বৈদ্যুতিক গোলযোগ”।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস