শিরোনাম
সাটুরিয়া, মানিকগঞ্জস্থ বসতবাড়ীতে অগ্নিকান্ড।
বিস্তারিত
১৯/০৪/২০২০ খ্রিঃ তারিখ রাত্রি ২৩.০৩ ঘটিকার সময় মোবাইল নম্বর ০১৬২৩-৩৬৯৯৬৫ হতে মানিকগঞ্জ জেলাধীন মানিকগঞ্জ সদর উপজেলাস্থ সাটুরিয়ার বাসিন্দা জনাব মোঃ জহির উদ্দিন এর বসত বাড়ীতে অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে সংবাদ প্রাপ্তির সাথে সাথে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রথম কল (পানিবাহী গাড়ী) এবং দ্বিতীয় কল (টানা গাড়ী) অর্থাৎ গাড়ী-পাম্প ও জনবলসহ (মোট ০২ টি ইউনিট) উক্ত স্থানে আগুনে গমন করেন।আনুমানিক ক্ষতির মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং উদ্ধারের পরিমান আনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি বসত বাড়ী আগুন হতে রক্ষা করা হয়েছে। উক্ত অগ্নিকান্ডে ০৪ (চার) টি গরু, ০১ (এক) টি ছাগল আহত হয়েছে। নিহত নাই।অগ্নিকান্ডের কারণ “খোলা বাতি (মশার কয়েল)”।